মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশক্রমে সুলতানপুর নুরুল উলুম দাখিল মাদ্রাসায় অতি অল্প সময়ে ডায়নামিক ওয়েব সাইট খোলতে সক্ষম হওয়ায় সুপার মহোদয় কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় শিক্ষানীতি- ২০১২ এর আলোকে আধুনিক জ্ঞান -বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ পযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলতে এই ওয়েবসাইট সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। মূলত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এই তিন অনুসঙ্গের নিকট তথ্য উপাত্ত সহজেই ও দ্রুততার সাথে পৌঁছানো এবং তথ্য প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর অফিস-আদালত ও সরকারি-বেসরকারি অফিসের সাথে যোগাযোগ করা এই ওয়েব সাইটের লক্ষ্য। এটি খোলার মাধ্যমে মাদ্রাসার সামগ্রিক মান - উন্নয়ন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে একটি নতুন মাত্রা যুক্ত হবে এই প্রত্যাশা করছি। আমি মনে করি ডিজিটাল/স্মার্ট বাংলাদেশ বির্নিমানে গুরুত্বপুণ ভুমিকা পালন করবে। উল্লখ্য: আমি আশাবাদী ওয়েব সাইটের মাধ্যমে মাদ্রাসাটি আধুনিক ও দ্বীনি শিক্ষায় এক নতুন মাত্র যোগ করবে। আমি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও উন্নতি কামনা করছি।
সভাপতি
সুলতানপুর নুরুল উলুম দাখিল মাদ্রাসা
প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা ও (অধ্যক্ষ অব:)
| নাম | ক্যাটাগরি | পদবী |
|---|---|---|
| মুহাম্মদ আমিনুল হক | সভাপতি | সভাপতি |
| মো: হিজবুর রহমান | সদস্য সচিব(সুপার) | সদস্য সচিব |
| মো: আ: মালেক | দাতা সদস্য | দাতা সদস্য |
| মোঃ আল আমিন | অভিভাবক সদস্য | অভিভাবক সদস্য |

English