শিক্ষাই আলোর পথ, জ্ঞানে গড়ি সুন্দর ভবিষ্যৎ।
  • |

Sultanpur Nurul Ulum Dakhil Madrasah

সুলতানপুর নূরুল উলুম দাখিল মাদ্রাসা

سلطان فر نورالعلم دجيل مدرة

স্থাপিতঃ ১৯৮৬ খ্রিঃ
সুপারিনটেনডেন্ট/ সদস্য সচিব

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

সুলতানপুর নুরুল উলুম দাখিল মাদ্রাসাটি  ০১/০১/১৯৮৬ খ্রি: প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটি অদ্যাবধি পর্যন্ত সুচারুভাবে পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসাটি দুই দুইবার জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের খেতাব অর্জন করে ও ২০২৪ শিক্ষাবর্ষে ময়মনসিংহ অঞ্চলে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রতিষ্ঠানে ওয়েব সাইট খোলা অত্যান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমি মনে করি। ওয়েব সাইটটি অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক/শিক্ষিকাদের যোগাযোগ একটি সহজলভ্য সেতুবন্ধন সৃষ্টি করবে। সরকারি-বেসরকারি অফিস-আদালত ও  প্রাইভেট সকল সংস্থার সাথে এই ওয়েব সাইটের মাধ্যমে যোগাযোগ খুবই সহজ হবে। অত্র মাদ্রাসা সরকারি যাবতীয় নির্দেশনা অনুযায়ী পরিচালিত  হয়।   শিক্ষানীতি-২০১২ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটি গড়তে যারা বিভিন্ন ভাবে অবদান রেখেছেন সেইসব জীবিত ব্যক্তিদের  প্রতি আমার দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছিল সেইসব ব্যক্তিবর্গ শুভাকাঙ্ক্ষী  আজ যারা জীবিত নেই  তাঁদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ইতি

 

Md. Hizbur Rahman

Superintendent

Mobile: +88 01711476802

Email: snudmad@gmail.com

বর্তমান কমিটির তালিকা
নাম ক্যাটাগরি পদবী
মুহাম্মদ আমিনুল হক সভাপতি সভাপতি
মো: হিজবুর রহমান সদস্য সচিব(সুপার) সদস্য সচিব
মো: আ: মালেক দাতা সদস্য দাতা সদস্য
মোঃ আল আমিন অভিভাবক সদস্য অভিভাবক সদস্য